|
---|
নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, দ্রব্য মূল্য বৃদ্ধি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কর্তৃক ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে ধিক্কার মিছিল হয় শুক্রবার,খয়রাশোল ব্লকের পার্শুন্ডী অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে। মিছিলে পার্শুন্ডী অঞ্চল এলাকার দশটি গ্রাম থেকে সহস্রাধিক দলীয় কর্মীবৃন্দ অংশগ্রহণ করে। এলাকায় মিছিল পরিক্রমা শেষে পথ সভায় বক্তব্য রাখেন অঞ্চল তৃনমূলের সভাপতি উৎপল ব্যানার্জী ও চেয়ারম্যান পার্থসারথি মন্ডল।মুলত কেন্দ্রীয় সরকার পরিচালিত এজেন্সির ক্ষমতার অপব্যবহার ও পেট্রপণ্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে এই ধিক্কার মিছিল ও পথসভা বলে দলীয় সূত্রে জানা যায়।সেই সাথে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে তথা সর্বদা দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দেওয়া হয় আজকের মিছিল থেকে।তৃনমূলের নেতা মন্ত্রীদের ইডি, সিবিআই এর ভয় দেখিয়ে জেলে পুরেও,আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি লাভ করতে পারবে না।পার্শুন্ডী অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি উৎপল ব্যানার্জী বলেন বর্তমানে তৃনমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল হীন বীরভুমে হাজার হাজার তৃনমূল কর্মী ঝান্ডা ধরে অনুব্রতর আদর্শ মেনেই পঞ্চায়েত নির্বাচনে ঝাপিয়ে পড়বে।