“মেরী মিট্টি- মেরী দেশ”- কর্মসুচী পালন, খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে সারা দেশজুড়ে পালিত হচ্ছে অমৃত মহোৎসব। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ঘোষনা মতাবেক দেশজুড়ে শুরু হয়েছে “মেরী মিট্টি- মেরী দেশ”- নামক কর্মসুচী। সেই হিসেবে সারা দেশের পাশাপাশি শনিবার সিআরপিএফ G/ 167 ব্যাটেলিয়ন কমান্ড্যান্ট শ্রী উদয় দিবাংসু র উদ্যোগে এবং বীরভূম জেলার খয়রাশোলে G/167 ব্যাটালিয়ন সি আর পি এফ ও বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের যৌথ ব্যবস্থাপনায় উক্ত কর্মসূচি পালন করা হয়।

    এদিন কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের হাতে জাতীয় পতাকা সহ পদযাত্রা সহযোগে খয়রাশোল গ্রাম এলাকায় বাড়ী বাড়ী গিয়ে মাটি সংগ্রহ করা হয়।প্রতিটি গ্রাম এলাকায় বাড়ি বাড়ি সংগৃহীত মাটি এই অমৃত কলসির মাধ্যমে দিল্লিতে নিয়ে যাওয়া হবে এবং এটি দেশের স্বাধীনতা সংগ্রামী, শহীদ এবং মহান বীরদের সম্মানে একটি অমৃত ভাটিকা তৈরি করতে ব্যবহার করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।এদিনের কর্মসূচিতে

    উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা,G/ 167 ব্যাটালিয়ন সি আর পি এফ খয়রাশোল ক্যাম্পের ইন্সপেক্টর সন্তোষ কুমার ঘোষ, নেহেরু যুব কেন্দ্রের জেলা যুব আধিকারিক রায়া দাস সহ খয়রাসোল সি আর পি এফ ক্যাম্পের জওয়ানরা।

    আজকের কর্মসূচি সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা।