প্রবাদ প্রতিন শিল্পীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

সেখ সামসুদ্দিন,২৩ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় মেমারি পৌরসভার সহযোগিতায় কৃষ্টি প্রেক্ষাগৃহে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান আয়োজিত হয়। আজ প্রথম দিনের অনুষ্ঠানে প্রবাদপ্রতিম শিল্পী শচীন দেব বর্মন শ্যামল মিত্র ও রাহুল দেব বর্মনের ছবিতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে সংগীত পরিবেশন এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। আজকের অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন গৌতম ঘোষ সুরজিৎ চট্টোপাধ্যায় সৈকত মিত্র মাদুলি দে শম্পা বিশ্বাস চন্দ্রিকা ভট্টাচার্য শ্রী পার্থ অঙ্কন কুমার সি ও রাঘব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি বিভাগের চারুকলা কেন্দ্রের সচিব, রাজ্য সংগীত একাডেমির সচিব মুনমুন হোড় সিনহা, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল সহ মহকুমা অধিকারিকবৃন্দ। আগামীকাল কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায় ও মান্নাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করবেন রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, অমিত গাঙ্গুলী, জোজো, তৃষা পাড়ুই, গার্গী ঘোষ, অরিত্র দাশগুপ্ত ও ইন্দ্রনীল সেন। এই অনুষ্ঠানে দর্শক আসন ছিল কানায় কানায় পূর্ণ বাইরেও জায়েন্ট স্ক্রিনে দেখার ব্যবস্থা করা হয়।