|
---|
মিজানুল কবির, কলকাতাঃ আসন্ন প্রায় লোকসভা ভোট। খাতাকলমে প্রচারের রোডম্যাপ নিয়ে ব্যাট হাতে মাঠে নামার প্রস্তুতি প্রায় শুরু হয়েছে। বিরোধীপক্ষও নিজেদের মতো ফিল্ডিং সাজাতে কমতা রাখেনি কিছু। জোট মহাজোটের আলোচনায় ব্যাস্ত পাড়ার চায়ের দোকান থেকে দিল্লির রাজপথ। সত্তা থেকে বিরোধী পক্ষ সবার পাখির চোখ লালকেল্লা।ইতিমধ্যেই প্রচার শুরু হয়েছে চারিদিকে। পিছিয়ে নেই নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল, ভোটের প্রচারে কোনও রাজনৈতিক দলই সেনার ছবি ব্যবহার করতে পারবেনা। প্রতিটি রাজনৈতিক দলের কাছেই নোটিশ পাঠানো হয়েছে এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে। নোটিশে লেখা রয়েছে- ” সশস্ত্রবাহিনী অরাজনৈতিক ও আধুনিক গণতন্ত্রের নিরপেক্ষ অংশীদার তাদের কোনোভাবে রাজনৈতিক সার্থসিদ্ধিতে ব্যাবহার করা চলবেনা”।
প্রসঙ্গত উল্লেখ্য যে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা কিংবা বালাকোটে বায়ুসেনার প্রত্যাঘাত ইস্যু নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর সেই সাফল্যকে হাতিয়ার করে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। পোস্টার থেকে শুরু করে হোর্ডিং-ফ্লেক্সে দেখা যাচ্ছে সেনাবাহিনীর ছবি। বায়ুসেনার উইং কামান্ডার অভিনন্দন কে অভিনন্দন, বাহবা দেওয়ার পরে পরেই বিভিন্ন ভাবে ভোটপ্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে কোনো রাজনৈতিক দল।
টুইটারে আগেভাগে এই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন যোগেন্দ্র যাদব সহ অনেক অরাজনৈতিক কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব। ওই নোটিসে আরও বলা হয়, “তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দল ও রাজmনৈতিক নেতা-নেত্রীদের বলা হচ্ছে, তাঁরা যেন নির্বাচনী প্রচারে কোনওভাবে সেনাবাহিনী বা প্রতিরক্ষা কর্মীদের ছবি ব্যবহার না করেন এবং করে থাকলেও অভিলম্বে তা যেন সরিয়ে দেওয়া হয়”।