|
---|
মুখলেসুর রহমান, মুকুন্দপুর, নবগ্রাম : সাম্প্রদায়িক মেরুকরণ, দ্রব্যমূল্য দৃদ্ধির প্রতিবাদে ও জঙ্গিপুর লোকসভার SDPI এর প্রার্থী তাহিদুল ইসলামের নির্বাচনী সমর্থনে গতকাল ৯ ই মার্চ মুর্শিদাবাদের নবগ্রামে অনুষ্ঠিত হলো এক বিরাট নির্বাচন কনভেনশন ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন SDPI এর সর্বভারতীয় সভাপতি ডা. তাসলিম রহমানি। তিনি বলেন ভারতবর্ষে মানুষের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। না আছে বাসস্থান না আছে অন্ন।তিনি SDPI এর কার্যক্রম বলতে গিয়ে বলেন জনগণের মধ্যে থেকে ভয় দূর করা এবং ক্ষুধা নিবারণ করাই আমাদের প্রধান কাজ ।
এছাড়া উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার SDPI এর প্রার্থী তাহিদুল ইসলাম ।তিনি বলেন মুর্শিদাবাদে উন্নয়ন হয়েছে বলে দাবি করলেও কিন্তু প্রকৃত অর্থে যে উন্নয়ন হল শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থান এ ব্যাপারে রাজ্যের মধ্যে পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদে কোন উন্নয়ন হয়নি। এছাড়াও উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রাক্তন রাজ্য সভাপতি মোঃ সাহাবুদ্দিন সহ মাসুদুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ ।