তমলুকে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে সাংসদ

তুহিন শুভ্র আগুয়ান; পূর্বমেদিনীপুরঃ ভলিবল সারা দেশসহ আন্তর্জাতিক স্তরের এক প্রাচীনতম জনপ্রিয় খেলা।শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে এই প্রাচীনতম খেলা ভলিবলকে সাধারণ মানুষের মধ্যে উপস্থাপিত করতে সারাবাংলা ব‍্যাপী এক ভলিবল প্রতিযোগিতার আয়োজন করে স্হানীয় সংস্থা তাম্রলিপ্ত স্পোর্টস ইউনিট।এদিনের এই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন তমলুক লোকসভার সাংসদ দিব‍্যেন্দু অধিকারী।দিব‍্যেন্দুবাবু ছাড়াও এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজ খাঁন,তমলুক পুরসভার কাউন্সিলর চঞ্চল খাঁড়া সহ বিশিষ্টজনেরা।এদিন সাংসদ দিব‍্যেন্দু অধিকারীর হাত ধরে বল বিক্ষেপনের পর শুরু হয় সমগ্র খেলার।এদিনের প্রতিযোগিতায় অংশ নিতে রাজ‍্যের একাধিক দল সহ ভিন রাজ্য উড়িষ্যা থেকেও একটি দল অংশগ্রহণ করে।খেলার সার্থকতা কামনা করে সাংসদ দিব‍্যেন্দু জানান,“ভলিবল একটি খুবই জনপ্রিয় খেলা যা সারাদেশে জুড়ে হয়।তাই তাম্রলিপ্ত স্পোর্টস ইউনিট যে এমন একটি খেলার আয়োজন করেছে আমি তাদের উদ‍্যোগকে সাধুবাদ জানাই এবং এদের এই প্রয়াস সার্থক হোক এই কামনা করি।”এদিনের প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে নেয় কলকাতার একটি দল এবং দ্বিতীয় স্হান অধিকার করে তমলুকের একটি দল।সংস্হার এই ধরনের ক্রীড়াচর্চার পাশে সাহায্যের  আশ্বাস দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজ খাঁন জানান,“খেলাধুলার চর্চা খুবই ভালো উদ‍্যোগ।তাই আমি জেলা পরিষদের তরফ থেকে যথাসম্ভব সাহায্য করবো এবং ব‍্যাক্তিগত ভাবেও আমি এই সংস্হার পাশে থাকবো।”সবমিলিয়ে এদিনের এই ভলিবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে সমগ্র তমলুক শহর।