|
---|
রহমতুল্লাহ, নদিয়া : গত ১৫ই মার্চ মঙ্গলবার পলাশিপাড়া বিধানসভার মাননীয় বিধায়ক ড. মানিক ভট্টাচার্যের অণুপ্রেরনায় ধনঞ্জয়পুর জিপির উদ্যোগে ম্যাচপোতা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হলো।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনঞ্জয়পুর জি পির আঞ্চলিক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন সেখ, পঞ্চায়েত প্রধান জ্যোৎস্না বিশ্বাস ও আঞ্চলিক সবুজ সৈনিকের ছাত্র- যুবকেরা। সকলের পক্ষ থেকে আগত ছাত্র ছাত্রীদের হাতে মিষ্টি, ফুলের তোড়া, কলম, জলের বোতল তুলে দেওয়া হয়। স্বভাবতই পঞ্চায়েতের এহেন উদ্যোগে ভীষণ খুশি অভিভাবক থেকে মাধ্যমিক পরীক্ষার্থী সকলে। আঞ্চলিক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের কথায় — ” আমাদের মাননীয় বিধায়ক ড. মানিক ভট্টাচার্যের নির্দেশে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই আয়োজন। আজ পরীক্ষার শেষ দিন। ছাত্র ছাত্রীদের এই বিদায়ী সংবর্ধনা দিতে পেরে ভালো লাগছে।