মেমারি ১ব্লকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাজ্যের পাওনা GST ও আমফান আদায়ের প্রতিবাদ সভা।

নিজস্ব সংবদাদাতা : ১৪সেপ্টেম্বর, সোমবার, পূর্ব বর্ধমানে মেমারি ১ব্লকে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের পাওনা GST ও আমফানে ৫৪,০০০ কোটি টাকা আদায়ের দাবিতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্দেশে ধিক্কার মিছিল প্রতিবাদ সভা হয়। মেমারি ১ ব্লক নিমো১ অঞ্চলে। উপস্থিত ছিলেন মেমারি প্রাক্তন বিধায়ক ডঃ আবুল হাসেম মন্ডল মহাশয়, নিমো১ প্রধান উত্তমদা ,মেমারি তৃণমূলের যুব নেতা অমিত ও আরোও অনেকে তৃণমূলে নেতা নেত্রীরা উপস্থিত ছিলে।