|
---|
নূর আহমেদ, মেমারি : ২ফেব্রুয়ারি,মেমারিতে মর্মান্তিক পথদুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ, মেমারীর কালশী মোড়ে জিটি রোডের ওপর এক বাইক আরোহী কে একটি ডাম্পার ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে পান্ডুয়ার দিক থেকে একটি ডাম্পার বেপরোয়া গতিতে মেমারি দিকে আসছিল। সেই সময় ওই বাইক আরোহী পার্শ্ববর্তী রাস্তা থেকে জি টি রোডে ওঠার সময় সজোরে ধাক্কা মারে বেপরোয়া গতিতে থাকা ঘাতক ডাম্পারটি। দুর্ঘটনা জুড়ে দুমড়ে মুচড়ে যায় মোটরবাইকটি। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মৃতদেহ। যদিও মৃত ওই ব্যক্তির নাম সঞ্জিত দাস, বয়স ৫০, বাড়ি পান্ডুয়া। আটক করা যায়নি ঘাতক ডাম্পার ও ডাম্পার এর চালক কে। দুর্ঘটনার পর সাময়িক যানজটের সৃষ্টি হয় মেমারির কালশির জিটি রোডের উপর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।