|
---|
লুতুব আলি, নতুন গতি : পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের উদ্যোগে হাওড়ার বাগনানে পালিত হলো বিশ্ব জলাভূমি দিবস। সংগঠনের সম্পাদক চন্দ্রনাথ বসুর নেতৃত্বে হাওড়ার বাগনানে দামোদর নদে এই অনুষ্ঠানটি হয় এই অনুষ্ঠানটি হয়। চন্দ্রনাথ বসু উদ্বেগ প্রকাশ করেন, জলাভূমি ভরাট করে বসবাস করার প্রবণতা পরিলক্ষিত হয়েছে। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। অপরদিকে জলাভূমি ভরাট করে, পুকুর ভরাট করে, গাছপালা বিনষ্ট করার ফলে এক চরম সংকট তৈরি হয়েছে। এর বিরুদ্ধে বার্তা দেয়ার জন্য আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে প্রত্যেকের হাতে তাল পাতার পাখা তুলে দেওয়া হয়। বৃক্ষরোপনেরও আরজি জানানো হয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এক মননশীল আলোচনাও অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ মানুষ কুমার বসু, চিত্রশিল্পী ও পরিবেশ কর্মী সৈকত খাড়া, সায়ন বেড়া ও বিশিষ্ট সমাজসেবী অনুপম হাজরা ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের শেষে বিশেষ বার্তা দেয়ার জন্য একটি বড় কচ্ছপকে দামোদর নদে ছেড়ে দেওয়া হয়।