আন্তর্জাতিক নারী দিবসে নারীদের পারিবারিক হিংসা আইন নিয়ে আলোচনা সভা গুড়াপ এর হরিরামপুরে অনুষ্ঠিত হয়

লুতুব আলি : গুড়াপে পারিবারিক হিংসা আইন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে, নারীদের মর্যাদা ও সুরক্ষার ব্যাপারে হুগলি জেলার গুড়াপ এর হরিরামপুরে ৯মার্চ অনুষ্ঠিত হলো পারিবারিক হিংসা আইন নিয়ে আলোচনা। আয়োজক অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স। সেমিনারের উদ্বোধন করেন জলপাইগুড়ি ও বর্ধমান জেলা ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক কাজী মোহাম্মদ রফিক। কাজী মোহাম্মদ রফিক জানান যে বধূ নির্যাতনের ৪৯৮ ধারা তে নির্যাতিতা মহিলাদের বাসস্থানের কথা উল্লেখ নাই। ২০০৫ সালের পারিবারিক হিংসা আইনে বাসস্থানের অন্তর্ভুক্ত হয়েছে। তিনি আরো জানান এই ব্যবস্থাকে কার্যকরী করার জন্য তৃণমূল স্তরে সর্বাত্মকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। হিটলার সেবা সমিতির সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। ইটলা সেবা সমিতির সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। উল্লেখ্য সেমিনারে পারিবারিক বিবাদ ও অশান্তি সম্পর্কে মহিলাদের অবহিত করা হয়। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক ফজলুল হক, সেবা সমিতির কার্যকরী কমিটির সদস্য শিলা কর্মকার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেবা সমিতির সম্পাদক কিংকর মালিক।