সুন্দরবন এলাকায় ত্রাণ বিতরণের শেখ নইমুদ্দীন

সাজ্জাদ হাসান : ইয়াস ঘূর্ণিঝড়ে প্লাবিত সুন্দরবন এলাকাসহ রাজ্যের বেশকিছু জেলা, বন্যা দেখা দিয়েছে বাঁধ ভেঙেছে, বহু গ্রামের মানুষ অসহায় অবস্থায় দিন যাপন করছেন, ঘরবাড়ি ভেঙেছে ডুবেছে থাকার ঠিকানা ও ঠিক নাই, খাদ্য সংকট চলছে, সরকারি অনুদান তো দিচ্ছে সাথে সাথে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা এবং ব্যক্তিগতভাবে ও ত্রাণ দিয়ে চলেছেন, সেই রকমই হলেন বিশিষ্ট সমাজসেবী শেখ নইমুদ্দীন, তিনি কলকাতা বন্দরের 78 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলে ও তার মন পড়ে থাকে গ্রামের দিকে, তাই তিনি তার উপার্জনের একটা অংশ প্রত্যন্ত গ্রামে নিরবে প্রচার হীন ভাবে সাহায্য করে থাকেন সারা বছর ধরে, তিনি রাজ্যের পরিবহনমন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিমের স্নেহধন্য, তিনি যে সারা বছর ধরে মানুষের পাশে থাকেন, তার মধ্যে সুন্দরবন এলাকায় ত্রাণ দেওয়া, প্রায় ৫০০ বান ভাসি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন, দুধ চিড়ে মুড়ি বিস্কুট কেক চানাচুর সহ রেশন সামগ্রী তাদের দেওয়া হয়,শেখ নইমুদ্দিন সাহেব বলেন আমরা আবার ওই এলাকায় ত্রাণ দিতে আসবো, এবার আমরা মেডিসিন, বই খাতা, সহ আরও কিছু ত্রাণ দেবার চেষ্টা করছি।