|
---|
সেখ কামরুজ্জামান , নতুন গতি, হাওড়া: আজ শুভ উদ্বোধন হলো ডোমজুড় ইসকন মন্দির স্টপেজের যাত্রী প্রতীক্ষালয়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক জনাব মোঃ আবদুল গণি মহাশয়ের বিধায়ক উন্নয়ন তহবিলের বরাদ্দ অর্থ হইতে রাজাপুর- দক্ষিণ বাড়ির ইন্দিরা কলোনি ও ইসকন মন্দির স্টপেজে নির্মিত সুসজ্জিত যাত্রী প্রতীক্ষালয়টির আজ শুভ সূচনা হয় ।
উত্তর ঝাপড়দহ গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান , পঞ্চায়েতের সদস্যগণ , ডোমজুড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ , জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে মাননীয় বিধায়ক জনাব মোঃ আবদুল গণি মহাশয় এই যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন করেন।
ইসকন মন্দিরে আগত অসংখ্য ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্তে এই প্রতীক্ষালয় টির নির্মাণ বলে মাননীয় বিধায়ক মহাশয় ওনার বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন। এছাড়া ওনার বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ হইতে কাজের পরিসংখ্যান প্রকাশ করার সময় জানান যে ডোমজুড় শ্রী রামকৃষ্ণ- বিবেকানন্দ সেবা কেন্দ্রকে ব্যক্তিগত উদ্যোগে পাঁচ লক্ষ টাকা সরকারি অনুদানের ব্যাবস্থা তিনি করিয়াছেন।