|
---|
নবাব মল্লিক, কাকদ্বীপ: সরকারি নির্দেশনামা অমান্য করে চলছে গৃহশিক্ষিকতা, প্রতিবাদে পথে নামল বিশিষ্টজনরা। উল্লেখ্য গত জুন মাসে শিক্ষাদপ্তর একটি নির্দেশিকার মাধ্যমে জানায় বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা অন্য কোনো লাভজনক ব্যবসায় নিযুক্ত হতে পারবে না। সেই সূত্রে শিক্ষকদের সরকারের কাছে লিখিত কাগজ ও জমা দিতে হয়। কিন্তু কিছু শিক্ষক এখনও এই কাজ চালিয়ে যাচ্ছে।
এরই প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দেয় পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি নামে একটি সংগঠন। তাদের মূলত যে দাবি ১) বিদ্যালয় পরিদর্শক কর্তৃক প্রেরিত নির্দেশনামার মান্যতা দিতে হবে। ২) অবিলম্বে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকাদের গৃহশিক্ষকতা বন্ধ করার যথাযথ উদ্যোগ নিতে হবে। ৩) শিক্ষক-শিক্ষিকাদের ছাত্র-ছাত্রীদের প্রতি অকারণ ভীতি প্রদর্শনী বন্ধ করতে হবে এবং সে বিষয়ে নজরদারি চালাতে হবে।
এই সমস্ত বিষয়গুলি নিয়ে গোটা রাজ্যের পাশাপাশি ওই সংগঠনের দক্ষিণ ২৪ পরগণার জেলার শাখা বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে তাদের দাবি সম্মিলিত প্যাড প্রেরণ করছেন বলে জানা যাচ্ছে। গতকাল কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন এ তারা যান। তাদের দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপ শাখার সম্পাদক অলোক হালদার আমাদের জানান এ বিষয়ে বিভিন্ন স্কুলগুলিতে তারা অভিযোগ পত্র জমা দিচ্ছেন। এ বিষয়ে স্কুলগুলি সঠিক ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বৃহৎ আন্দোলনের পথে তারা হাটতে চলেছেন।