মালদা জেলায় শেষ হল সিপিএমের লং মার্চ, কাল থেকে উত্তর দিনাজপুর ইটাহারের অভিমুখে

উজির আলী, নতুন গতি, চাঁচল: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শুরু হয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও ফেডারেশন গুলির আহ্বানে লং মার্চ কর্মসূচী।রবিবার মালদহ থেকে শুরু হয় “উত্তরবঙ্গ লংমার্চ ” আজ তা চাঁচল সদরে সমাপ্তি হয় । মালদহ থেকে শিলিগুড়ি, এই লং মার্চ চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বলে দলীয় সূত্রের খবর।

    বৃহস্পতিবার মালদহের চাঁচলে পঞ্চম লং মার্চ হয়। এদিনই জেলার শেষ কর্মসূচী। রবিবার থেকে জেলার বিভিন্ন এলাকা ঘুরে সমস্ত লং মার্চ গুলি এদিন মিলিত হয় চাঁচোলে।
    এদিন চাঁচল এল আই সি ভবনের সামনে সমাবেশে বক্তব্য রাখবেন প্রবীণ আর এস পি জেলা সম্পাদক সর্বনানন্দ পান্ডে।
    তিনি বক্তব্যে বলেন মূলত কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা , শিক্ষক , কর্মচারী ও সাধারণ মানুষের বিভিন্ন দাবি দাওয়াকে সামিল করা হয়েছে লং মার্চ এর দাবি সনদে । রাষ্ট্রায়ত্ত্ব শিল্প বাঁচাও, কাজ ও মজুরি বাঁচাও, ছাঁটাই বন্ধ করা, নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি, কম খরচে শিক্ষার ব্যবস্থা এবং NRC-র- প্রতিবাদে লং মার্চ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে সমস্ত দাবী দাওয়া নিয়ে লড়ব।

    এদিন সিটু- এর কেন্দ্রীয় সভাপতি সোমনাথ ভট্টাচার্য্য জানান, প্রতিদিনই সকাল থেকে দিনভর চলছে বিভিন্ন এলাকায় লং মার্চ। বিকেলে বিভিন্ন এলাকায় লং মার্চ শেষে অনুষ্ঠিত হচ্ছে পথ সমাবেশ। মালদহ জেলায় এই কর্মসূচী আজ শেষ হল। এরপর ৬ ডিসেম্বর মালদহের চাঁচল থেকে লং মার্চ রওনা হবে উত্তর দিনাজপুরের ইটাহারের অভিমুখে ।