রাজমিস্ত্রির ঘর থেকে অধ্যাপক, জঙ্গিপুরের গর্ব জিয়াউর রহমানকে সংবর্ধনা ফ্র্যাটারনিটি মুভমেন্টের

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: রাজমিস্ত্রির ঘর থেকে অধ্যাপক হয়েছেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের জঙ্গীপুরের জিয়াউর রহমান। জঙ্গিপুর তথা জেলার মুখ উজ্জ্বল করায় আজ তার বাড়ীতে গিয়ে শুভেচ্ছা জানালেন ফ্র্যাটারনিটি মুভমেন্টের রাজ্য সম্পাদক আবুতাহের আনসারী ও ওয়েলফেয়ার পার্টির রঘুনাথগঞ্জ -২ নং ব্লক সম্পাদক আসরাফ হোসেন। প্রথম কোনো সামাজিক সংগঠন তাকে সংবর্ধনা দেওয়ায় খুশি জিয়াউর ও তার পরিবার।

    উল্লেখ্য, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ ব্লকের নয়ামুকুন্দপুর নামক এক প্রত্যন্ত গ্রামে জন্ম জিয়াউর রহমানের। বাবা আতাউর রহমান একজন রাজমিস্ত্রি। মা জেজেল বানু বিড়ি শ্রমিক। চার ভাই ও এক বোনের মধ্যে সকলের বড় জিয়াউর। দারিদ্রের সংসারে বাবার ইনকামই পড়াশুনার হাতিয়ার। গরিবের সংসার পরিচালনা করতে মাধ্যমিক পর থেকেই গ্রামে গ্রামে প্রাইভেট পড়াতে শুরু করেন তিনি।  স্থানীয় আকবরপুর ভাই ভাই প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা ও জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তারপর জঙ্গিপুর কলেজ থেকে দর্শন নিয়ে অনার্স করেন।  গ্রাজুয়েশন সম্পন্ন করেই কলকাতা  বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করেন তিনি।  বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন তিনি। পিএইচডি চলাকালীনই বহরমপুর গার্লস কলেজে অতিথি অধ্যাপক হিসাবে যুক্ত হয়ে ইনকামের পথ শুরু করলেও পড়াশুনা চালিয়ে যেতে থাকেন জিয়াউর। কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই পড়াশুনা করেন। সাফল্য আসে ২০১৯ সালে। দর্শন বিভাগের অধ্যাপক হিসাবে কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে সকলের নজর কাড়েন এই কৃতি ছাত্র। খুব শীঘ্রই কাউন্সেলিং শেষে অধ্যাপক পদে  যোগদান করবেন। এদিকে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের রাজমিস্ত্রির পরিবার থেকে যেভাবে অধ্যাপক পদে সফল হয়েছেন জিয়াউর তাতে খুশির জোয়ার জেলাজুড়ে।

    সংবর্ধনা প্রদান শেষে ফ্রাটারনিটি মুভমেন্টের রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী জানান, জিয়াউর রহমান আমাদের গর্ব। পিছিয়ে পড়া এলাকা থেকে মুর্শিদাবাদের মুখ উজ্জ্বল করেছে সে।