|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: গরুচোর সন্দেহে খোদ বিজেপি সমর্থকদের মারধর করল স্থানীয় জণগণ। ঘটণাটি ঘটেছে রায়দিঘীর ২৩শের লাটে। গতকাল রাত ১২ টা নাগাদ বাপী সর্দার বয়স ৪০ একটি গরু নিয়ে আসছিলেন। সেসময় স্থানীয় লোকজন গরুচোর সন্দেহে তাকে মারধর করে।বর্তমানে তিনি রায়দিঘী হাসপাতালে ভর্তি। আক্রান্ত ব্যক্তি বিজেপি সমর্থক বলে জানা যাচ্ছে।
তবে বিজেপি দাবি করছে আক্রান্ত ব্যক্তি বিজেপি সমর্থক বলে তৃণমূল ইচ্ছাকৃত হামলা চালিয়েছে। বিজেপি মন্ডল প্রেসিডেন্ট বিশ্বনাথ সরকার জানিয়েছেন তৃণমূল এলাকায় ভোটের পর থেকে হুমকি দিয়ে যাচ্ছে। এই ঘটনায় তারা খুব ভীত। তবে তৃণমূল ঘটনাটি বিজেপির নিজেদের অন্তর্দন্ধ বলে দায় এড়িয়ে গিয়েছে।