|
---|
জাহির হোসেন মন্ডল, কলকাতা: ফুড ডেলিভারি অ্যাপ Zomato সমস্ত কর্মচারীদের জন্য ২৬ সপ্তাহ পিতৃত্ব এবং মাতৃত্বকালীন ছুটির ঘোষণা করল। এই ছুটি চলাকালীন পুরো বেতনও পাবেন কর্মীরা। আরও গুরুত্বপূর্ণ দিকটি হল এই সুবিধা ভোগ করতে পারবেন যে সমস্ত কর্মীরা সারোগেসির মাধ্যমে মাতা এবং পিতা হতে চলেছেন, বা সমকামী সম্পর্কে রয়েছেন এমন কেউ, অ্যাডপ্ট করলে সব ক্ষেত্রের কর্মচারীদের জন্যই লাগু হবে এই নিয়ম।
Zomato-র নির্মাতা দীপিন্দর গোয়াল দাবি করেছেন যে, তাঁর সংস্থা বিশ্বাস করে কর্মীরা নিজেদের সবকিছু দিয়ে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কাজ করছে তাঁদের এই ছুটি প্রাপ্য। ভারতীয় আইন অনুযায়ী, মাতৃত্বকালীন ছুটি ২৬ সপ্তাহ। পিতৃত্বকালীন ছুটিও রয়েছে। কিন্তু ২৬ সপ্তাহ ছুটি দিয়ে একরকম নজিরই গড়ল Zomato।
দেশে কর্মীদের মা-বাবা হওয়ার পর ছুটি নিয়ে এক প্রকার বৈষম্য রয়েছে সে কথা স্বীকার করে নিলেন সংস্থার প্রধান। তিনি আরও বলছেন, “আমার মনে হয়, পুরুষ বা মহিলা যখন তাঁর সন্তানের জন্ম দেয়, তখন সন্তানকে সময় দেওয়া সত্যিই প্রয়োজন। আর সেদিক থেকে দেখতে গেলে এই দেশে হবু মা এবং বাবাদের ছুটি বেশ কম।”