পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে পীরজাদা আব্বাস সিদ্দিকীর বার্তা

আবু সালেহ মুসা, বারাসাত: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্নধার পীরজাদা আব্বাসি সিদ্দিকী আল-কোরায়েশি।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সমগ্র দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলেন, রহমত-মাগফেরাত ও নাজাতের পয়গাম নিয়ে এসেছিল পবিত্র রমজান মাস। পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি ও পরনিন্দা এবং পরচর্চা ত্যাগ করে আত্মসংযম করতে শেখায়। সকলপ্রকার ফেৎনা-ফ্যাসাদ মুক্ত করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকারের দেশপ্রেমিক হিসাবে দেশ ও মানব কল্যানে কাজ করার শিক্ষা দেয়।
তিনি বলেন ঈদ-উল-ফিতর ইসলামী আদর্শ ও নৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত সর্ববৃহৎ উৎসব। আনন্দ উৎসবের মাধ্যমে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার কাছে পূর্নাঙ্গ আত্মসমর্পন উদ্দেশ্য। তিনি সমগ্র বিশ্বের মানবজাতীর কল্যানের জন্য দোওয়া করে বলেন পবিত্র ঈদ-উল-ফিতর জাতী ধর্ম বর্ন নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি , সৌহার্দ্য ও সৌহার্দ্যের নববার্তা।