|
---|
নিজস্ব প্রতিনিধি,নতুন গতি, নদীয়া:বন্ধুর বাড়ির মদের আসরে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে নদীয়ার থানার তেহট্টে। ইসলামপুর এলাকায়।গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল কিন্তু কেন চলল গুলি? ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কিছু? না কি রাজনৈতিক কারণ? তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে এল পুলিশের ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তেহট্ট থানার পুলিশ। গুলিবিদ্ধ সনাতন মণ্ডলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ভীম মণ্ডল নামে এক ব্যক্তি। হাসপাতালে পুলিশ ভীমকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ইসলামপুর এলাকা থেকে বাইকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন সনাতন মণ্ডল।গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর সোমবার গভীর রাতে ভীমকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রে খবর দীর্ঘদিন ধরেই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল ভীম ও সনাতন। তা নিয়েই দু’জনের মধ্যে কোনও গন্ডগোল হয়েছিল। গুলিবিদ্ধ ব্যক্তি বর্তমান শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন।