নতুন গতির ২১ তম বার্ষিক সাহিত্য সম্মেলন

বাবু হক, নতুন গতি :

    সাপ্তাহিক নতুন গতি র ২১ তম বার্ষিক সাহিত্য সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন,,,,, দীর্ঘ ৩৫ বছর ধরে নিরবচ্ছিন্ন প্রকাশে সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক নতুন গতি র আয়োজনে ২১ তম বার্ষিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর বিকেল ৩টে থেকে কলকাতার মুসলিম ইনস্টিটিউট হলে ও দ্বিতীয় দিনে কলকাতার উর্দু আ‍্যকাডেমি হলে সকাল ৯,৩০ থেকে শুরু হবে বলে জানিয়েছেন নতুন গতি সম্পাদক এমদাদুল হক নূর সাহেব। দুই দিনের স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ও অংশগ্রহণ করবেন দেশ ও বিদেশের বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ মানব, দেশ ও জাতির প্রেমী বর্তমান ও প্রাক্তন বহুমুখী প্রতিভার অধিকারী বিশিষ্ট অতিথি বর্গ। সাহিত্য, সমাজসেবা,লিটিল ম্যাগাজিন পুরষ্কার ও টাটকা কবিতা উপস্হাপন করতে আসছেন দেশ ও বিদেশের কবি তার কবিতার পাণ্ডুলিপি সাথে নিয়ে ।এক স্মরণীয় মোনরঞ্জন কর সাংস্কৃতিক পরিমণ্ডলে কবিতা উপস্হাপন করতে। এই অদ্বিতীয় অনুষ্ঠানে পর্যায়ক্রমে উপস্থিত থেকে ও শিক্ষা ও সচেতনতা মূলক আলোচনায় অংশ গ্রহণ করবেন সমাজের বিভিন্ন ধরনের বিশিষ্ট শিক্ষাবিদ সমাজকর্মী জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা প্রতিথযশা ব‍্যাবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রমুখ বক্তব্য রাখবেন। দীর্ঘ ৩৫ বছর ধরে সাপ্তাহিক নতুন গতি তার ২১ তম বার্ষিক সাহিত্য সম্মেলন সচল রাখায় নতুন গতি র পরিচালক বর্গ , লেখক, লেখিকা, সাংবাদিক, সকল সহকারী বর্গ দের ও ২১ তম বার্ষিক,সাহিত্য সম্মেলনে সকল অতিথি বর্গ ও অংশগ্রহণ কারী দের হাওড়া জেলার জয়পুর থানার ঘনশ‍্যামচক ওস্তাদ জী পাড়ার খানকাহ পাক কুল মশায় খানে তরীকতের জুমলা পীরের আস্তানার সেবাইত পৌত্র সেখ রেজাউল ওয়াহেদ মহম্মদ মনিরুল হক আন্তরিক শুভকামনা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমাদের প্রতিনিধির মাধ্যমে।