বাৎসরিক আলোচনা সভার আয়োজন করলো মসিমপুর মডেল শিশু শিক্ষা ভবন।

মোঃ নাওয়াজ শরীফ,কালিয়াচক,নতুন গতি- আজ ১লা ডিসেম্বর মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত মসিমপুর গ্রামে অভিভাবক-অভিভাবিকা দের নিয়ে বাৎসরিক আলোচনা সভার আয়োজন করলো মসিমপুর মডেল শিশু শিক্ষা ভবন। এই সভায় সভাপতি ছিলেন মসিমপুর জামেয়া আজহারুল উলুম এর শিক্ষক হাফিজ সানাউল্লাহ সাহেব।উক্ত আয়োজনে ছাত্র-ছাত্রী দের কবিতা আবৃতি, গজল, কুরআন তেলাওয়াত এর প্রতিযোগিতা হয়। মসিমপুর মডেল শিশু শিক্ষা ভবন এর শিক্ষক মোঃ সাকিল আহম্মেদ মহাশয় বলেন সারা বছর আমরা ছেলে-মেয়েদের সময় দিচ্ছি, আর বছরে একদিন অভিভাবক দের থেকে পরামর্শ নিব কি করলে আরো শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে। সভায় প্রত্যেক পড়ুয়ার অভিভাবক-অভিভাবক গণ পস্থিত হন। মসিমপুর মডেল শিশু শিক্ষা ভবন এর ছাত্র-ছাত্রীরা মোট ২৫ টি আবাসিক মিশনে ভর্তি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে, ও প্রত্যেক মিশনে উত্তীর্ণ হয় ও ১৭ টি মিশনে স্থান অধিকার করে। এই সভায় উপস্থিত হন দোমোহনা জি.ডি মিশন এর শিক্ষকরা। আরো অন্যান্য মিশন এর শিক্ষকরা উপস্থিত ছিলেন।