|
---|
দেবাশিষ পাল,মালদা : একসময় হবিবপুর ব্লক বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সময়ের ফেরে বামেদের আস্ত ভূমি আজ বিজেপি দুর্গে পরিণত হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দিকে চোখ বোলালে এমনই ইঙ্গিত মেলে। হবিবপুর পঞ্চায়েত সমিতি সহ ৬টি অঞ্চল বিজেপির দখলে। এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন সদ্য কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্মফুল শিবিরে যোগদানকারী বিধায়ক খগেন মুর্মু। পরপর তিনবারের বাম বিধায়ক তিনি। এবার দলবদল করে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন। খগেন মুর্মু বিজেপিতে যোগদান করায় আঁচ পরেছে ব্লকের আদিবাসি ভোটব্যাংকে। এই ইস্যুটি হাতছাড়া করতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাই আদিবাসী এলাকায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি নেতাকর্মীরা। হবিবপুর মণ্ডলের বিজেপি সভাপতি সত্য ভূষন মল্লিকের নেতৃত্বে জোর প্রচার চলছে গোটা ব্লক জুড়ে। এদিন তিনি হবিবপুরের তিলাসন, ধুমপুর, পলাশবোনা,আহারইল এলাকায় বুথ মিটিং,কর্মীসভা ও বাড়ি বাড়ি প্রচার করেন। পাশাপাশি কানতুর্কা এলাকায় শতাধিক সিপিএম কর্মী এদিন সদলবলে বিজেপিতে যোগদান করেন। অন্যদিকে প্রচারের ঝাঁঝ বাড়াতে রোড শো সহ একাধিক পরিকল্পনা নিয়েছে বিজেপি ব্লক নেতৃত্ব। বাম, কংগ্রেস,তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। স্বভাবতই লোকসভা নির্বাচনের আগেই প্রচারে ঝড় তুলে হবিবপুরের ভোট ব্যাংক নিজেদের দখলে আনতে মরিয়া হবিবপুর ব্লক বিজেপি নেতা কর্মীরা। হবিবপুর ব্লক মন্ডল সভাপতি সত্য ভূষণ মল্লিক জানান, হবিবপুর ব্লকে বিজেপি আরো বেশি শক্তিশালী হয়েছে। লোকসভা ভোটে তার ইঙ্গিত মিলবে। ছোট ছোট কর্মীসভা, বুথ মিটিং,বাড়ি বাড়ি প্রচার করে এখন ভোট প্রচার চালানো হচ্ছে। ঝাঁপিয়ে পড়েছে দলের নেতাকর্মীরা।