শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে শিবতলায় শিব মন্দির প্রাঙ্গনে বোলান গান অনুষ্ঠিত হল

 

    রাহুল রায়, পূর্ব বর্ধমান: বোলান গান বা বোলান হল প্রধানত পশ্চিমবঙ্গের লোকগান তথা বাংলার এক প্রাচীন লোকগান। বোলান গান বাংলার লোকস্কৃতির একট অনন্য অবদান। গাজন উৎসব শেষ পয়লা বৈশাখের দিন পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে শিবতলায় শিব মন্দির প্রাঙ্গনে বোলান গান অনুষ্ঠিত হচ্ছে। নৃত্য-গীত-অভিনয় সমন্বয়ে এ গান পরিবেশিত হয়। একটি দলের কয়জন সদস্যরা ঘুরে গান পরিবেশন করেন। বন্দনাগীতির মাধ্যমে বোলান গান শুরু হয় এবং পরে পাঁচালির ঢঙে মূল পালা গীত হয়। গ্ৰামবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।