|
---|
করোনা মোকাবিলায় রাজ্য সরকারের পাশে গোলাম নবি মেমরিয়াল সোসাইটি
নতুন গতি ওয়েব ডেস্ক:
রাজ্যজুড়ে তথা দেশজুড়ে করোনা মোকাবেলায় এগিয়ে এসেছে বহু সংগঠন ও সংস্থা। ঠিক তেমনই হাওড়া জেলার জগৎবল্লভপুরের একটি এনজিও সেই গোলাম নবি মেমরিয়াল সোসাইটি নিজ উদ্যোগে ব্যাক্তিগত ফান্ড থেকে সাহায্যার্থ তুলে দিলো স্বাস্থ্য দপ্তরের হাতে।
সোমবার সকালে সেখ গোলাম নবি সোসাইটি নামের এনজিওর প্রতিনিধি দল রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের যায় ও স্বাস্থ্য আধিকারিকদের সাথে করোনা প্রকোপ রেখে রেখায় পেতে বিভিন্ন বিষয়ে আলোচনা করে এবং এনজিওর সেক্রেটারি সেখ মমতাজ আহমেদ 11,111/- টাকার একটি চেক স্বাস্থ্য দপ্তরের DHS ডঃ অজয় চক্রবর্তী ও SFWO অসিম দাস মালাকার এর হাতে তুলে দেন। তিনি বলেন ব্যক্তিগত ভাবে যদি সামর্থ্যবান লোকেরা অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে মানুষ যেকোন প্রাকৃতিক বাধা অতিক্রম করে আদর্শ পরিবেশ ও সমাজ গঠন করতে পারবে।