|
---|
আজিম সেখ,নতুন গতি ,বীরভূম:- করােনা প্রতিরােধে জেলা জুড়ে প্রচারের পরে এবার নেমেছেন দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালেন আইনি সহায়ক চাইনা খাতুন। বীরভূম জেলার কাষ্ঠগড়া পঞ্চায়েতের আইনি সহায়ক চাইনা খাতুন। কোনও বিরতি না দিয়েই কাজ করে চলেছেন তিনি।
জেলা আদালতের নিয়ন্ত্রণাধীন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা ডিস্ট্রিক লিগ্যাল
সার্ভিসেস অথরিটির আইনি সহায়ক
রামপুরহাট থানার কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতেরর কর্মরত।
এই চাইনা খাতুন মধ্যবিত্ত পরিবারে এক জন মেয়ে ও বউ। তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান সাধারণ মানুষের কষ্টের কথা তিনি বোঝেন।
তাই আজ তার নিজ গ্রাম মাসড়াতে ১৬০টি ও কাষ্ঠগড়া গ্রামে প্রায় ৩০টিরও বেশি পরিবারকে বেশ কিছু
চাল আলু ডাল চিনি সুজি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলে।
তিনি বলেন আজ দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেছি এটার জন্য আমার স্বামী
বদরুজ্জামান (রিন্টু) ও আমার পরিবার আমার পাশে রয়েছে ।
আমি চাই আগামী দিনে আমরা আরো মানুষের পাশে দাঁড়াবো।