|
---|
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:COVID-19 করোনার জেরে রাজ্য জুড়ে চলছে লকডাউন
লকডাউনে গৃহবন্দি অর্থাৎ ঘরবন্দি মানুষ। এই পরিস্থিতিতে সকলেই গরীব দুঃস্থদের পাশে দায়িয়েছেন কিন্তু মধ্যবিত্তদের ও নাজেহাল অবস্থা মূলত সেই কথা ভেবে গরীব থেকে মধ্যবিত্ত সকলের জন্য চাল আলু সোইয়াবিন বিতরণ করলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ভীষ্মদেব কর্মকার
এদিন বহরমপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ডে ও স্টার্ন রেলওয়ে ভারত স্কাউটস এন্ড গাইডসের কাঁচরাপাড়া বিবেকানন্দ গ্রুপের উদ্যোগে এলাকার প্রায় ৫০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হল।
চাল, ডাল, আলু, সোইয়াবিন প্রভৃতি খাদ্যদ্রব্যর পাশাপাশি বর্তমানে মহামারীর সময় নিত্য প্রয়োজনীয় হয়ে ওঠা সাবান প্রভৃতিও এই স্কাউট গ্রুপের দ্বিতীয় পর্যায়ের উদ্যোগে গতকাল কাঁচরাপাড়ার মহিলা সদস্য দ্বারা পরিচালিত সমাজসেবী সংগঠন ‘আজকের ভাবনা’ও স্কাউটদের পাশে দাঁড়িয়ে দুঃস্থদের হাতে তুলে দেন পাউরুটি, কেক, বিস্কুট, মুড়ি প্রভৃতি শুকনো খাবার।
এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে সর্বস্তরের মানুষ।