|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি : কাল অটিস্টিক শিশু-কিশোর-কিশোরী এবং ‘প্রণাম’ এর সদস্য শহরের প্রবীণ-প্রবীণাদের নিয়ে বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করেছিল কলকাতা পুলিশ।
ঠাকুরপুকুর থানা এবং পূর্ব যাদবপুর থানার উদ্যোগে মোট ১৮০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর-কিশোরীদের বিভিন্ন পুজো মন্ডপ পরিক্রমা করান হয় ।
‘প্রণাম’, কলকাতা পুলিশ বিভাগের একটি প্রকল্প। বয়স্ক সহনাগরিকদের বিপদে-আপদে পাশে থাকার এই উদ্যোগের সূচনা প্রায় এগারো বছর আগে। কুড়ি হাজারেরও বেশি প্রবীণ-প্রবীণা এখন ‘প্রণাম’-এর সদস্যতালিকায়।
কাল তাদের পুজো-পরিক্রমা আয়োজনে উপস্থিত ছিলেন ৯টি ডিভিশনের প্রণামের মোট ৪০০ জন সদস্য।