|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি : বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হয়ে গেল উদ্বোধনীর তোড়জোড়। হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ থেকে শুরু করে বাসুদেবপুর সর্বজনীন (হাজরামোড়), চৈতন্যপুরে ক্যকটাস, যুগের যাত্রী, নবদয়, নবতারা, মানুষের ভিড় নজর কেড়েছে পঞ্চমী দিনেই। মন্ত্রী শুভেন্দু অধিকারী ও সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ প্রশাসনিক দপ্তরের একঝাঁক আধিকারীক ও চলচ্চিত্র জগতের পরমব্রত সহ অনেক নায়ীকা কলাকুশলীদের এই অনুষ্ঠানে দেখা যায়।
এরমধ্যে ঐ দিনেই জেলার সেরা পুজো র উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ও পরমব্রত কে প্লাস্টিক বর্জন করার কথা বলতে শোনা যায়। পুরস্কার পেল বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ (মঞ্জুশ্রী মোড়ে)।