|
---|
শরিফুল ইসলাম,নতুন গতি, শান্তিপুর : শরৎ এর আকাশ-বাতাস শিউলির গন্ধ আর কাশের দোলায় আন্দোলিত বাঙালি হৃদয়। আগমনীর আরাধনায় ব্রতী গোটা বাংলার পাশাপাশি প্রাচীন শান্তিপুরও মেতে উঠেছে মাতৃ বন্দনায়। মহাপঞ্চমীর অপরাহ্নে বেলুরমঠ রামকৃষ্ণ মিশন অধীন বাগাঁচড়া রামকৃষ্ণ মিশন সেবাশ্রম উদ্যোগে আশ্রমে দুর্গা পঞ্চমীর পুণ্যলগ্নে দেবী-আরাধনা ও উৎসবের সূচনা করেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।
দুর্গোৎসব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন শান্তিপুরের প্রবীণ শিক্ষক কুমারেশ চক্রবর্তী, বাগাঁচড়া হাইস্কুলের শিক্ষক দীপঙ্কর চাটার্জ্জী, বাগাঁচড়া পঞ্চায়েত প্রধান, সাধন ঘোষ সহ এলাকার বিশিষ্ট মানুষ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মিশনের মহারাজ দ্বয় যথাক্রমে নিত্যানন্দযুক্ত মহারাজ ও মন্টু মহারাজ।
আশ্রমিক ও স্থানীয় গ্রামবাসীর পারস্পরিক অংশগ্রহণে শারদীয়া উৎসবের শুরুয়াত আক্ষরিক অর্থেই হয়ে ওঠে সার্বজনীন ও প্রাণবন্ত।