গত ছয় মাসে মার্কিন সেনা ও তাদের সমর্থিত সরকারী সেনারা ৭১৭ আফগানীকে হত্যা করেছে

নতুন গতি নিউজ ডেস্ক : ২০১৯ সালের প্রথমার্ধে আফগানিস্তান আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ও মার্কিন সমর্থিত আফগান সরকারী বাহিনী মিলে ৭১৭ জন আফগান বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

    গত মঙ্গলবার (৩০ জুলাই) জাতিসংঘ মিশনের প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।

    রিপোর্টে বলা হয়, ২০১৯ সালের প্রথম ছয় মাসে আফগান বাহিনী ৪০৩ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। অন্যদিকে আন্তর্জাতিক বাহিনী হত্যা করেছে ৩১৪ জনকে।

    অন্যদিকে তালেবান, আইএস ও অন্য বিদ্রোহী গ্রুপগুলোর হাতে নিহত হয়েছে ৫৩১ জন।

    দেশটিতে ১৮ বছরের যুদ্ধ অবসানে তালেবানদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। তবে তালেবানরা কোন যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না।

    জাতিসংঘ রিপোর্টের ব্যাপারে কাবুলের কাছ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি।