ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার যুবক

আজিজুর রহমান, গলসি : ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতের নাম রাজকুমার কার্ফা ওরফে রনি। গলসি থানার উড়া গ্রামে তার বাড়ি। বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। জামিনের আবেদনে ধৃতের আইনজীবী বলেন, যে কোনও ধরণের সাইবার অপরাধের তদন্ত করার কথা সাইবার থানার। কিন্তু, এক্ষেত্রে গলসি থানা তদন্ত করছে। তাছাড়া, যে ধারায় মামলা হয়েছে তার সর্বাচ্চ সাজার মেয়াদ ৩ বছর। তাই যে কোনও শর্তে ধৃতের জামিন মঞ্জুর করা হোক।

    সরকারি আইনজীবী অবশ্য জামিনের তীব্র বিরোধিতা করেন। আদালতে পেশ করা রিপোর্ট পুলিস জানিয়েছে, ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে। যে কোনও সময় গণ্ডগোল ঘটতে পারে। তাছাড়া ধৃত জামিন পেলে শারীরিকভাবে নিগৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিসের এই যুক্তির কথা তুলে ধরে জামিনের আবেদন খারিজ করে ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম।

    পুলিস জানিয়েছে, ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট করে রাজকুমার। সেটি গলসি থানার খেতুড়া গ্রামের এক বাসিন্দার নজরে আসে। ফেসবুক পোস্টের প্রিন্ট আউট নিয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ও ৫০৫(২) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।