|
---|
সংবাদদাতা : সারা বিশ্ব যখন করোনা ভাইরাস হিমশিম খাচ্ছে। করোনা ভাইরাস মোকাবিলায় সারা ভারতবর্ষ জুড়ে চলছে লকডাউন। একই অবস্থা আমাদের রাজ্যেও। দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে শুধু মানুষের স্ব চেতনতা অভাব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে সারারাজ্যের জুড়ে করোনা ভাইরাস মোকাবিলা করে চলেছেন। এই মহামারী জন্য সকলকে মানুষের পাশে থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। দেশের লকডাউন এর জন্য সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষের কথা ভেবে অনেক সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন । অন্যতম হচ্ছে হুগলী জেলার নবাবিয়া মিশন প্রতিদিন ৫০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন।একই ভাবে এগিয়ে আসেন মিশন এর সকল সদস্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ তহবিলে হুগলি জেলার নবাবিয়া মিশনে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা দুদিনের বেতন কোভিড১৯ মহামারী রোগের মোকাবিলার জন্য ত্রাণ তহবিলে সম্পাদক সাহিদ আকবর মহাশয়ের মাধ্যমে ৫০ হাজার চেক তুলে দেন আরামবাগ মহাকুমা মহাশাসক নৃপেন্দ্র সিংহ মহাশয় হাতে। সঙ্গে ছিলেন নাবাবিয়া মিশমের প্রধন শিক্ষক সেলিম বাদশা। সাঈদ আকবর সাহেব বলেন যে আমরা যদি নিজেরা আমাদের রাজ্যের প্রতিবেশীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয় আমাদের রাজ্যের মানুষ অনেকটা সুবিধা পাবে।