মহামারী সামাল দিতে না পেরে মানুষের নজর ঘোরাতেই কি ফেক নিউজ এর ছাড়াছাড়ি

মহামারী সামাল দিতে না পেরে মানুষের নজর ঘোরাতে এবং ব্যর্থতা ঢাকতেই কি ধর্মীয় বিভাজন মূলক ফেক নিউজ এর ছড়াছড়ি

নতুন গতি নিউজ ডেস্ক:ফেক নিউজ বা প্রপাগান্ডা খবর প্রচার করে মানুষের মধ্যে ভেদাভেদ ছড়িয়ে যে নোংরা রাজনৈতিক খেলা চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। প্রতিটা শিক্ষিত সচেতন মানুষের এখন উচিত এই সমস্ত মিথ্যাচার প্রপাগান্ডা মূলক খবরের বিরুদ্ধে কথা বলা প্রতিবাদ জানানো।

    কারণ একটি বিশেষ রাজনৈতিক দল তারা তাদের সমস্ত রকম ব্যর্থতা অপদার্থতা অকর্মণ্যতা ঢাকতে তাদের কেনা কিছু মিডিয়া চ্যানেল দের দ্বারা বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা খবর প্রোপাগান্ডা ষড়যন্ত্রমূলক খবর প্রচার করে মানুষকে ম্যানিপুলেটেড করার চেষ্টা করছে দৃষ্টি ঘুরিয়ে আনার চেষ্টা করছে যাতে তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে কথা বলতে না পারে নিজের অধিকার সম্পর্কে সচেতন না হতে পারে নিজের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরতে না পারে।

    সুতরাং এখন সেই সময় এসে গেছে এ প্রপাগণ্ডা ষড়যন্ত্র মূলক যে খবর সম্প্রচার তার বিরুদ্ধে রুখে দাঁড়ান সচেতন অবস্থান গ্রহন করুন এবং সম্মিলিতভাবে এই মহামারির বিরুদ্ধে রুখে দাঁড়ান কারণ এই মহামারী হিন্দু-মুসলমান বিচার করে ধরবে না আমরা সবাই আক্রান্ত হব এই ভাইরাস অত্যন্ত ভয়ঙ্কর মরন ভাইরাস এর থেকে বাঁচতে হলে আমাদের সম্মিলিত ভাবে প্রতিরোধ এবং সচেতনতা গড়ে তুলতে হবে।

    Fake News 1: মুসলিম লোক ফলে থুথু দিচ্ছে কোরোনা ছড়ানোরর জন্য-
    https://www.thequint.com/news/india/man-spitting-on-fruits-held-in-madhya-pradesh-raisen-viral-video-as-old-as-16-february

    Fake News 2: মুসলিমরা থালা চাটছে কোরোনা ছড়ানোর৷ জন্য-
    https://www.altnews.in/old-unrelated-video-shared-as-muslims-licking-utensils-to-spread-coronavirus-infection/

    Fake News 3: মুসলিমরা হাঁচি দিচ্ছে কোরোনা ছড়ানোর জন্য-
    https://thelogicalindian.com/fact-check/covid19-muslim-sneeze-delhi-hazrat-nizamuddin-mosque-20436

    Fake News 4: ভারতের নিউজ এজেন্সি ANI-এর ভিত্তিহীন দাবী যে পাকিস্তানে হিন্দুদের রেশন দেওয়া হচ্ছেনা –
    https://www.thenews.com.pk/print/637723-no-evidence-supports-indian-news-agency-s-baseless-story-claiming-hindus-denied-rations-in-karachi

    Fake News 5: পুরোনো ভিডিও ছড়িয়ে বলা হচ্ছে যে তাবলীগি জামাতরা পুলিশের মুখে থুথু ফেলেছে-

    https://www.bbc.com/hindi/india-52148620

    Fake News 6: মিথ্যা ভিডিও দাবী করছে যে মুসলিম পুলিশ রেবা খান হিন্দু পূজারিকে মারছে-

    https://www.thelallantop.com/news/the-truth-of-viral-news-that-lone-pujari-was-beaten-up-by-rewa-sp-abid-khan-for-violating-lockdown

    Fake News 7: রেস্টুরেন্টে মুসলিম কর্মচারী খাবারে থুথু দিয়ে কোরোনা ছড়াচ্ছে-

    Fake News 8: ৫০ বিদেশীকে মসজিদে লুকিয়ে রেখেছে কোরোনা টেস্ট না করানোর জন্য-