|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্কঃকোচবিহারের যুব মোর্চার মণ্ডল কমিটির সদস্য মারুগঞ্জ অঞ্চলের বাসিন্দা আনন্দ পালের গলায় শ্বাসনালী কেটে নির্মমভাবে হত্যা প্রতিবাদে শোক মিছিলের আয়োজন করা হয় ভারতীয় জনতা যুব মোর্চা মালদা জেলা শাখার তরফ থেকে। বুধবার বিকেল পাঁচটা নাগাদ মালদা জেলা বিজেপি কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন থেকে শোক মিছিল বের হয়ে মালদা শহর পরিক্রমা করে। এদিনের শখ মিছিলে উপস্থিত ছিলেন মালদা জেলা বিজেপি নেতা বিষ্ণুপদ রায়, রাজিব চোপাতি , সক্রিয় বিজেপি নেতা তথা শিক্ষক গোবিন্দ মন্ডল, রামকৃষ্ণ কুন্ডু, মহিলা বিজেপি নেত্রী সুতপা মুখার্জি, গৌতম সিংহ সহ মালদা জেলা বিজেপি যুব মোর্চার কমিটির সমস্ত সদস্য বৃন্দ। এই দিনের শোক মিছিল শেষে মহিলা বিজেপি নেত্রী সুতপা মুখার্জি জানান আজকের আমাদের শোক মিছিল কোচবিহারের যুব মোর্চার মণ্ডল কমিটির সদস্য মারুগঞ্জ অঞ্চলের বাসিন্দা আনন্দ পাল কে তৃণমূলের সন্ত্রাসবাদীরা গলার নলি কেটে নির্মমভাবে হত্যা করেছে এই ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি।