|
---|
নতুন গতি নিউজ ডেস্ক। সূত্র মারফত খবর এসেছিল। সেইমতো ২ অগস্ট বিকেলে, গার্ডেনরিচ-মাঝেরহাট উড়ালপুলের পাশে দুর্গাপুর সাইডিং রোডে পৌঁছে গেছিল স্পেশাল টাস্ক ফোর্সের অ্যান্টি এফআইসিএন (Anti Fake Indian Currency Note) টিম। সবাই ছিলেন সাদা পোশাকে।
খবর ঠিকই ছিল। ৪.৪০ নাগাদ ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে আসতে দেখা যায় ২ জনকে, হাতে ব্যাগ। সূত্র শনাক্ত করতেই তাদের ঘিরে ফেলেন অ্যান্টি এফআইসিএন টিমের অফিসারেরা। পালাতে পারেনি কেউই। তল্লাশিতে দু’জনের জিম্মা থেকে উদ্ধার হয় ৭ প্যাকেট অ্যামফেটামাইনস গোত্রের ড্রাগ, যার বাজারচলতি নাম ‘ইয়াবা’। ১৪,০০০টি ট্যাবলেট, মোট ওজন ১ কেজিরও বেশি।
ধৃত দু’জন,মহঃ ইসমাইল হোসেন এবং কারিফুল শেখ, কুখ্যাত মাদক পাচারকারী। মহঃ ইসমাইল বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার চণ্ডীপুরের বাসিন্দা। অপরদিকে, কারিফুলের বাড়ি মালদার কমলাবাড়িতে। সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দা হওয়ার সুযোগ নিয়ে তারা ড্রাগ পাচারের কারবার চালাত দুই দেশেই। অনেকদিন ধরেই খোঁজ চলছিল দু’জনের। এতদিনে জালে ধরা পড়ল জোড়া পাখি।