বারাসাতে সিরাতের সাংগাঠনিক আলোচনা সভা।

নতুন গতি নিউজ ডেস্ক। সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট আয়োজিত সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগণা বারাসাত ওয়াকফ পরিষেবা কেন্দ্রে। উপস্থিত ছিলেন সিরাত ট্যালেন্ট সার্চ এক্সাম কমিটি চেয়ারম্যান ও রাউতাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক জিয়াউল হক, ফলদি হাই স্কুলের প্রধান শিক্ষক সাহানাওয়াজ আহমেদ, পরীক্ষা কো- অর্ডিনেটর ও বারাসাত সাব ডিভিশন কমিটির সভাপতি শিক্ষক মাহমুদুল হক, পরীক্ষা নিয়ামক,শিক্ষক সাহাবুদ্দিন মন্ডল, রাজ্য সভাপতি ও প্রবীণ শিক্ষক সেখ আবু তালেব, কার্যকরী সভাপতি হেকিম আব্দুল আজিজ আনসারি, সহ সম্পাদক ইসমাইল মন্ডল, হজরত সুমাইয়া গার্লস মাদ্রাসার মুহতামিম হাফেজ নাসিরুদ্দিন, জেলা সম্পাদক সেখ সাবির আলি, জেলা সহ সভাপতি আরিফুল আলম, সাহিত্যিক সাবির আলি আজাদী, বারাসাত মহাকুমা কমিটির কার্যকরী সভাপতি রিয়াজুল ইসলাম রাজু, সম্পাদক সেখ ওয়াসিম আকতার, সহ সভাপতি সাজ্জাদ আলি, দেগঙ্গা ব্লক কমিটির সম্পাদক ফরিদুল ইসলাম, তেলিয়া ইকরা অ্যাকাডেমীর সম্পাদক মিনাউল ইসলাম প্রমুখ।সিরাতের রাজ্য সম্পাদক, বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক জনাব আবু সিদ্দিক খান উপস্থিত সকল সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিষয় ভিত্তিক আলোচনা রাখেন। সকলে কমবেশি সুচিন্তিত মতামত পেশ করেন। সভাপতির বক্তব্যের পর আলোচনার কাজ সমাপ্তী ঘটে।