গলসি বিডিও অফিসে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা

আজিজুর রহমান : গলসি ২ ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা। শুক্রবার বিকালে গলসি ২ নং ব্লক কৃষক সভার উদ্দ্যোগে মুলতো পাঁচ দাফা দাবীতে ওই ডেপুটেশন দেওয়া হয়। বিকাল চারটার সময় তারা একটি মিছিল করে বিডিও অফিসে আসেন। বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তারা তাদের দাবীগুলি তুলে ধরেন। পরে তাদের একটি প্রতিনিধিদল বিডিও অফিসে গিয়ে ডেপুটেশন দেন। পাশাপাশি সেখানেই একটি পথসভা করেন দলীয় নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন, সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক সদস্য সৈয়দ হোসেন, গলসি ২ ব্লক কমিটির সম্পাদক সেখ সাইফুল হক, গলসি অঞ্চল কৃষক সভার সম্পাদক অমিতাভ মন্ডল, গলসি ২ নং সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক জাফর কাজী সহ অনেকে। তাদের দাবীগুলি হল, পোকায় ক্ষতিগ্রস্ত ধানের বিঘাপিছু দশ হাজার টাকা দিতে হবে। ধানের টোকেনের দুর্নিতি বন্ধ করতে হবে। সমস্ত কৃষকদের ধান সহায়ক মুল্যে নিতে হবে। একশো দিনের কাজের দুর্নিতি বন্ধ করতে হবে। যে সমস্ত ক্ষেতমজুরদের জব কার্ড নেই তাদের জবকার্ডের ব্যাবস্থা করতে হবে। গলসি ২ ব্লক বিডিও সঞ্জীব সেন তাদের দাবী খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ায় আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।