|
---|
নিজস্ব সংবাদদাতা : জামালপুর ১নং পঞ্চায়েতের পক্ষ থেকে দোলোরডাঙ্গা অঞ্চলে সাধারণের মানুষের দাবি মেনে একটি ঠান্ডা পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত, পঞ্চায়েত প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। বিধায়ক পুরসভা মডেলে এই ধরনের জলপ্রকল্পের জন্য পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত কে ধন্যবাদ জানান। তিনি বলেন মা মাটি মানুষের সরকারের প্রতিশ্রুতি ই আছে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। সেই কাজ চলছে এবং তার সাথে এই প্রকল্পগুলি মানুষের যথেষ্ট কাজে দেবে। মেহেমুদ খান বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা দেন সেই কথা তিনি রাখেন। তাঁরই সৈনিক হিসেবে তাঁরা বিধানসভা ভোটের আগে জনগণের দাবি মেনে কথা দিয়েছিলেন শিব মন্দির ও ঠান্ডা পানীয় জল প্রকল্প করে দেবেন তাই আজ বিধায়কের উপস্থিতিতে এই জল প্রকল্পের উদ্বোধন হলো। প্রসঙ্গত শিব মন্দির শিবরাত্রির দিনই প্রতিষ্ঠা করা হয়েছে। দুটি প্রকল্পের মূল কারিগর সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব জানান এলাকার মানুষের দাবি ছিল সেই দাবির ই সম্মান জানিয়ে প্রকল্প দুটি করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দাবী পূরণ করার জন্যই তাঁরা আছেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ত্রম্বক সেনগুপ্ত। অনুষ্ঠানটিতে এলাকার অনেক মানুষ অংশ গ্রহণ করেন। শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।