|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের এক সচেতনতা মূলক কর্মসূচি করলো। সাগরদিঘী থানার ও.সি শ্রী সুমিত বিশ্বাস এর বিশেষ সহযোগিতায়। মুর্শিদাবাদের সাগরদিঘীর গোবর্ধনডাঙ্গা অঞ্চলের চাঙবেলিয়া আদিবাসী গ্রামে প্রায় ২০০ জন মহিলার হাতে তুলে দেওয়া হল একটি করে স্যানিটারি ন্যাপকিন ও চারা গাছ। ট্রাস্টের সভানেত্রী রাধারানী দেবনাথ দাস গ্রামের মহিলাদের নিয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার সম্পর্কিত কিছু বার্তার মাধ্যমে সকলকে সচেতন হওয়ার কথা বলেন। পাশাপাশি ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন আমরা আমাদের প্রত্যেকটি কর্মসূচিতেই চারাগাছ বিতরণটা করেই থাকি এবং আমরা চাই প্রতিটা মানুষ গাছ লাগাক ও তার পরিচর্যা করুক তবেই প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে ও প্রাকৃতিক বিপর্যয় গুলো আস্তে আস্তে কমে গিয়ে পরিবেশ তার স্বাভাবিক রূপ ধারণ করবে।