|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে খোদ হাসপাতাল চত্বরে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতের ঘটনা। পরে ওইদিন রাতেই মাটিগাড়া থানার মেডিক্যাল কলেজ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, ছাত্রীটি রাতে ক্যান্টিন থেকে খেয়ে বন্ধুর সঙ্গে হস্টেলের দিকে ফিরছিলেন। তিনি হিজাব পরেছিলেন বলে তাঁর সহপাঠীরা জানিয়েছেন। ছাত্রীটি পুলিশের কাছে তাঁর অভিযোগে জানিয়েছেন, ক্যাম্পাসের মধ্যেই একটি ছোট গাড়ি এবং একটি বাইক নিয়ে বটতলার কাছে আড্ডা মারছিল কিছু যুবক। পুলিশ জনিয়েছে, ওই যুবকেরা ওই ছাত্রীকে উদ্দেশ্য করে বেশ কয়েকবার ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে উত্ত্যক্ত করতে থাকে বলে অভিযোগে জানানো হয়েছে। ভয় পেয়ে ওই ছাত্রী দ্রুত এগিয়ে যান হস্টেলের দিকে। কিন্তু তার পরেও তাঁর পিছু নেওয়া হয় বলে তিনি জানান। পরে তিনি হস্টেলে ঢুকে পড়েন। এরপর বন্ধুদের সঙ্গে পরামর্শ করে বিষয়টি তিনি রাতেই থানায় জানান।
এ ব্যাপারে শিলিগুড়ির পুলিশ কমিশনার ভরতলাল মিনা এবং ডিসি (পশ্চিম) তরুণ হালদার কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে তারা একটি তদন্ত শুরু করেছে। মঙ্গলবার দুপুরে মেডিক্যাল কলেজে গিয়ে পুলিশ ওই ছাত্রীর সঙ্গে কথা বলে। তখনই তিনি ওই অভিযোগ নিয়ে আর এগোতে চান না বলে পুলিশ অফিসারদের জানান। এ ব্যাপারে ওই ছাত্রী বলেন, ‘‘বিষয়টি নিয়ে আমি আর কোনও কথা বলতে চাই না। একটা অভিযোগ করেছিলাম মাত্র। এখন তা তুলে নেব ভাবছি। অযথা বিতর্ক বাড়ছে, যেটা আমি চাই না।’’