|
---|
খান আরশাদ, বীরভূম :এবছর উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরপরই দেখা গেল মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও জেলার পড়ুয়ারা খুব ভালো ফল করেছে। এবারের মেধা তালিকায় প্রথম দশের মধ্যে ১৩৭ জন স্থান পেয়েছে। যেটা এই প্রথম ঘটলো এবং এটা রেকর্ড। এবারে মেধাতালিকায় শীর্ষ স্থান দখল করেছে দুইজন। যুগ্মভাবে প্রথম হয়েছে কোচবিহারের রাজর্ষি বর্মন ও বীরভূমের শোভন মন্ডল। শোভন বীরভূম জেলা স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নাম্বার ৪৯৮. (৯৯.৬%)। শোভন মাধ্যমিকেও ষষ্ঠ স্থান পেয়েছিল। মাধ্যমিকে সাফল্যের পর উচ্চমাধ্যমিকে বিরাট সাফল্য পেল শোভন। বীরভূম জেলায় এবারে মেধা তালিকায় প্রথম দশের মধ্যে ছয়জন স্থান পেল। রাজ্যের তথা জেলার প্রথম শোভন মন্ডল ছাড়াও রাজ্যের চতুর্থ ও জেলার দ্বিতীয় স্থান পেয়েছে সাঁইথিয়া টাউন স্কুলের ছাত্র রাকেশ দে ( ৪৯২), রাজ্যের পঞ্চম ও জেলার তৃতীয় বীরভূম জেলা স্কুলের ছাত্র শির্ষেন্দু ঘোষ, রাজ্যের ষষ্ঠ ও জেলার চতুর্থ সিউড়ির কালীগতি স্মৃতি নারী শিক্ষা নিকেতনের ছাত্রী স্নিগ্ধা বর্মন(৪৯০), রাজ্যের সপ্তম ও জেলার পঞ্চম বোলপুর হাই স্কুলের ছাত্র রাজীব হাজরা (৪৮৯), রাজ্যের দশম ও জেলার ষষ্ঠ রামপুরহাট জে আই বিদ্যাভবনের ছাত্র দিপ্তেশ পাল ( ৪৮৬)।