|
---|
নিজস্ব সংবাদদাতা ,মালদা: মঙ্গলবার সকালে ইংরেজ বাজার থানার কোতুয়ালী গ্রামে ব্রিজকলোনী এলাকায়। আক্রান্ত ব্যক্তি বাড়ির সামনে ফাকা জায়গা থাকায় সেই জায়গা দখল করার চেষ্টা চালায় প্রতিবেশি মাজু চৌধুরী ও পরিবারের লোকেরা। আক্রান্ত গঙ্গারাম চৌধুরী জানিয়েছেন, বাড়ির সামনে তাদের বেশ কিছু ফাঁকা জায়গা রয়েছে। সেই জায়গাটি চক্রান্ত করে দখল করার চেষ্টা চালাচ্ছিল প্রতিবেশী মাজু চৌধুরী ও তার পরিবারের লোকেরা। এর আগেও বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছিল। এমনকি গ্রাম্য সালিশিও হয়। কিন্তু অভিযুক্তরা সেই জায়গা দখল কারতে মরিয়া চেষ্টা চালাচ্ছিল। মঙ্গলবার সকালে ওরা আমাদের জায়গাটি ঘেরা দেওয়ার চেষ্টা করছিল। তখনই প্রতিবাদ করি। সেই সময় মাজু চৌধুরী ও তার পরিবারের লোকেরা কোদাল, বাঁশ নিয়ে আমার উপর হামলা চালায়। আমাকে মারতে দেখে আমার ছেলে অর্জুন চৌধুরী ছুটে আসে তাকেও অভিযুক্তরা পিটিয়ে মারার ও খুনের চেষ্টা করে। এই হামলার ঘটনায় সমস্ত পাড়া প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
ইংরেজবাজার থানার পুলিশ জানান , জায়গা দখলদারি নিয়ে দুই পরিবারের মধ্যে গোলমালের ঘটনা ঘটেছে। বাবা গঙ্গরাম চৌধুরী (৫৮) ছেলে অর্জুন চৌধুরী (১৯) দুই জন আক্রান্ত হয়েছেন। তার বর্তমানে মালদা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা চলছে। এই হামলার ঘটনায় অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। অভিযুক্তরা পলাতক।