|
---|
নিজস্ব সংবাদদাতা: ঘটনাটি ঘটেছে ঢোলাহাট থানার উত্তর ভিম নগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় স্বপন দেবনাথ বয়স ৫২ তার স্ত্রী সুককুরি দেবনাথ (৫০) কে নিয়ে তার শ্বশুর বাড়িতে কুঠির শিল্পের কাজ করতো ব্যবসার সূত্রে ওখানেই থেকে যায়। তার নিজস্ব বাড়ি একই থানার নাকালিতে, দুটি ছেলে প্রাপ্তবয়স্ক তারা বিবাহ করে। স্ত্রী-পুত্র নিয়ে থাকে নাকালীতে। শ্বশুর বাড়িতে থাকাকালীন স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝামেলা লেগে থাকত। গতকাল রাত্রিতে মৃত স্বপন দেবনাথ শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝাটি শুরু করে। অবশেষে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী শুকুরী দেবনাথ কে কোপাতে থাকে এবং স্থানীয় দের অনুমান তাকে ইলেকট্রিক শট ও দেওয়া হয়েছে। এক সময় স্ত্রী নিস্তেজ হয়ে পড়ায় স্বপন দেবনাথ ভেবে নেয় তার স্ত্রী মারা গেছে। আনুমানিক রাত্রি দুটো নাগাদ সে বেরিয়ে গিয়ে পাশের মাঠের একটি শ্যালোর ঘরে গলায় গামছা দিয়ে ঝুলে পড়ে। আজ সকালে তাদের কাজ করা মহিলারা যখন বাড়িতে আসে দেখে সুক্কুরি রক্তাক্ত আহত অবস্থায় পড়ে রয়েছে চতুর্দিকে রক্ত বয়ে যাচ্ছে। খবর পেতে স্থানিওরা ছুটে আসে, শুক্কুরি দেবনাথ বলে তার স্বামী তাকে কুপিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে রাতে। ওর স্বামীর চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে খবর আসে স্বপন দেবনাথ মাঠের মাঝখানে স্যালোর ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলছে। খবর যায় ঢোলাহাট থানায়। পুলিশ এসে আহত সুককুরি দেবনাথকে কুলপি হাসপাতালে পাঠায়। বর্তমানে মৃত স্বপন দেবনাথ কে ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঢোলাহাট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।