বাঁকুড়া জেলা প্রশাসনের ৭০ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

সেখ আজফার হোসেন, বাঁকুড়া : বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হলো ভারতের ৭০ তম প্রজাতন্ত্র  দিবস।  আজ ২৬ শে জানুয়ারি শনিবার সকাল সাড়ে আটটায় বাঁকুড়া স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন বাঁকুড়ার জেলা শাসক ড উমাশঙকর এস। এরপর আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও জাতীয় অভিবাদন গ্রহণ করেন জেলা শাসক। সকাল সাড়ে নয়টায় বাঁকুড়াবাসীর উদ্যেশ্যে ভাষণ দেন মাননীয় জেলা শাসক। তিনি তার ভাষণে বাঁকুড়াবাসীর উদ্যেশ্যে বলেন , ১৯৫০ সালে এই দিনে স্বাধীন ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল । তাই প্রতি বছর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে এই দিনটি পালিত হয়ে আসছে। আমাদের প্রতিটি নাগরিকের প্রয়োজন সেই সংবিধানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা।এ দিন একটি বর্ণময় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উল্লেখ্য, এদিনের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ট্যাবলো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করার জন্য বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অরুনাভ মিত্রের হাতে ট্রফি তুলে দেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার কোটেশবর রাও।