|
---|
মহঃ সফিউল আলম , নতুনগতি , বীরভূম : বীরভূম জেলার দুবরাজপুর থানা ও পুরসভার ২ নং ওয়ার্ডের একটি রাইস মিলের কুয়ো থেকে ওই মিলের এক নাইটগার্ডের মৃত দেহ উদ্ধার হয় আজ শনিবার৷ ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় বেশ কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ মৃতের নাম সানু বাহাদুর অধিকারী ( ৫৫ ) ৷ তাঁর বাড়ি অসম রাজ্যে৷ বহু বছর থেকে তিনি ওই রাইস মিলে নাইটগার্ডের পদে কর্মরত ৷ কিন্তু হঠাৎ কুয়োয় তাঁর মৃত দেহ পড়ে থাকতে দেখে সকলেই হতবাক হয়ে যান৷ মৃত্যুর সঠিক কারণ অবশ্য জানা যায়নি৷
খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন৷ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়৷ তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট থানার পুলিশ৷ সংবাদ সূত্রে জানা যায়, অনেকের প্রাথমিক অনুমান, অত্যাধিক মদ্যপানের কারণে যে ভাবেই হোক কুয়োয় পড়ে গিয়ে তাঁর মৃত্যু ঘটেছে৷ পাশাপাশি এটি আত্মহত্যার মতো কোনো ঘটনা কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে৷ এলাকার বাসিন্দারা সংবাদ মাধ্যমকে জানান, দুবরাজপুরে বালাজী রাইস মিল নামক মিলটিতে ওই মৃতদেহটি কুয়োয় পড়ে থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা যায়৷ যথেষ্ট উত্তেজনাও ছিল ৷ প্রশাসনিক তদন্তে বিষয়টি কতদূর গড়ায় এবং তদন্ত রিপোর্ট শেষ পর্যন্ত কি আসে সেটাই দেখার৷