|
---|
মইদুল ইসলাম, মুরারইঃ-
আজ ২৬ শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। আজকের দিনটি মুরারই এর বিভিন্ন স্কুল, কলেজ ও ক্লাবে পালন করা হচ্ছে। তবে এবারের প্রজাতন্ত্র দিবস সবার নজর কেড়েছে মাকোয়া প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান। প্রতিবছরের ন্যায় এবছরও মাকোয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস সারম্ভে পালিত হল। এদিন বিদ্যালয়ে সকাল থেকেই সাজো সাজো রব। বিদ্যালয় প্রাঙ্গনে সকাল থেকেই কচিকাচাদের ভীড়। প্রত্যেকের হাতেই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। শুধুমাত্র বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীরাই নয়, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও এসে উপস্থিত হয় তাদের পুরোনো স্মৃতি বিজড়িত স্কুলে। সকালে প্রথমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন মুরারই ১ নং ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি বিনয়কুমার ঘোষ মহাশয়। তারপর ডঃ বি. আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করেন স্নেহাংশুরঞ্জন দাস (TIC) , হাবিবুর রহামান, হারুন রসিদ, বিরেন লেট। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় দেশাত্মবোধক গান দিয়ে। তারপর আবৃত্তি,নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্র-ছাত্রীরা। সর্বোপরি সমস্ত দিন জুড়ে একটা দেশাত্মবোধের বাতাবরণের মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবস পালিত হয়।