|
---|
নতুন গতি : দার্জিলিং এর ম্যালে বাচ্চাদের ফুচকার আলু বানিয়ে তাদের খাওয়ালেন মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।আজ দার্জিলিং এর ম্যালের কাছে একটি ফুচকার দোকানে গিয়ে নিজেই আলু মেখে ফুচকার মধ্যে দিতে থাকেন মুখ্যমন্ত্রী।তারপরে ছোটছোট ছেলেমেয়েদের ডেকে তাদের শালপাতার বাটিতে করে ফুচকা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।তিনি জানান ফুচকা সবচাইতে লোভনীয় খাবার মানুষের কাছে,তা সে পাহাড় হোক কিংবা সমতল। আর বাচ্চাদের কাছে তো ফুচকার গুরুত্ব একেবারেই আলাদা।এই পাহাড়ের ছোট ছোট ছেলেমেয়েরা খুব সরল হয়,তাই আজকে ওদের একটু আনন্দ দিলাম।ওরা ভালো থাকুক পড়াশোনা করুক এবং ইষ্কুলে যাক এটাই চাই আমার জানালেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ফুচকা খান অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়,আর মুখ্যমন্ত্রী নিজেও খেয়ে দেখেন বেশ কয়েকটি ফুচকা।