|
---|
সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: প্রচন্ড দাবদাহ ও ফনীর আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ভাবে এবছর গ্রীষ্মের ছুটি একমাস থেকে দুমাসের ছুটি ঘোষণা করা হলেও বিভিন্ন তর্ক বিতর্ক, রাজনৈতিক কথোপকথন ইত্যাদি ঘটনার পর আজ ১০ ই জুন ফের স্বমহিমায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে গেল বীরভূমে। একমাস ছয়দিন ছুটি পার হবার পর ফের সেই প্রচন্ড দাবদাহের কবলে পড়েই পড়ুয়ারা স্কুল মুখী হয় তবে উপস্থিতির হার খুবই করুন। এমনি এক উপস্থিতির করুন চিত্র ধরা পড়ল বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর বালক প্রাথমিক বিদ্যালয়ে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ দত্ত এক সাক্ষাৎকারে জানান স্কুল ক্যালেন্ডার অনুযায়ী এবছর গ্রীষ্মবকাস ছিল ২০ মে থেকে ৩০ শে মে পর্যন্ত কিন্তু প্রচন্ড দাবদাহ ও ফনীর আতঙ্কে আগে ভাগেই সরকার কতৃক ঘোষণা করা হয় যে ৩ রা মে থেকে ৩০ শে জুন পর্যন্ত সরকারির পাশাপাশি বেসরকারী বিদ্যালয়গুলোতে ও যেন ছুটি ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে অর্থাৎ দুমাস ছুটি ঘোষণা মাত্রই শুরু হয়ে যায় রাজনৈতিক তর্জা । কিছু দিন অতিবাহিত হবার পর আবার সরকারি ভাবে ঘোষণা করা হয় ৮ ই জুন পর্যন্ত ছুটি থাকছে ১০ ই জুন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে যাবে। সেই মোতাবেক আজ ১০ ই জুন বিদ্যালয় খোলা হয়েছে । তবে উপস্থিতির হার খুবই কম, যেহেতু বাচ্চারা দুমাসের ছুটি ঘোষণায় এখনো বিভোর হয়ে আছে ।প্রধান শিক্ষক আরো জানান আমরা সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে ও কথা বলে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।