|
---|
সৃজনশীল, দক্ষিণ ২৪ পরগনা: স্থানীয় সূত্রে জানা যায় পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানা দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর ঘেরি বাড়ি দেবিকা বৈদ্য(৩১) স্বামীর নাম অমিত বৈদ্য জামাইষষ্ঠী গিয়েছিল দেখা মোর গ্রাম পঞ্চায়েতের আজ সন্ধ্যায় নিজের বাড়িতে স্বামী শিশু-সহ ফিরে আসে। বাপের বাড়ি থেকে এসে প্রতিদিনের ন্যায় বাড়ির ঠাকুর ঘরে পূজা দিতে যায়। সন্ধ্যার সময় পূজা দিতে গেলে দেয়ালে থাকা সুইচ বোড এ হাত দেওয়ার সংগে সংগে বিদ্যুৎপৃষ্ঠ হয়। সঙ্গে গিয়েছিল একমাত্র ছেলে মা ছেলেটিকে বাঁচাবার জন্য তাকে দূরে সরিয়ে দিতে যায় মায়ের সঙ্গে সঙ্গে সেও বিদ্যুৎপিষ্ট হয়। চিৎকারে বাড়ির লোক ছুটে গিয়ে মেন ফেলে দেয়।এবং তড়িঘড়ি এলাকার মানুষ গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দেবিকা কে মৃত বলে ঘোষণা করে। শিশুর অবস্থা খারাপ হওয়ায় তাকে ডায়মন্ডহরবার হাসপাতালে স্থানান্তরিত করে হ্যালো বর্তমানে শিশুটিও আশঙ্কাজনক। এ নিয়ে এলাকায় শোকের ছায়া রয়েছে